প্রায়ই নিজেদের অজান্তেই এমন কিছু ভুল হয়, যার কারণে প্রিয় ব্যাগটি দ্রুত নষ্ট হয়ে যায়। এই ভুলগুলো ঠিক করে নিলে ব্যাগ দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। প্রায় ৭০% মানুষই এই ভুলগুলো করেন! চলুন দেখি, সেই ভুলগুলো কী কী এবং কীভাবে সেগুলোর সমাধান করা সম্ভব।
১. ব্যাগ পরিষ্কার না রাখাঃ
ময়লা জমতে থাকলে ব্যাগ নষ্ট হতে শুরু করে। অনেকেই ব্যাগের যত্ন নিতে ভুলে যান।
সমাধান: ব্যাগ নিয়মিত পরিষ্কার করতে হবে। বিশেষ করে চামড়ার ব্যাগের ক্ষেত্রে খুব যত্নশীল হতে হবে।
২. স্যাঁতসেঁতে জায়গায় ব্যাগ রাখাঃ
অনেকেই প্রায়ই ব্যাগকে ভেজা বা স্যাঁতসেঁতে জায়গায় রেখে দেয়। এতে ব্যাগের সৌন্দর্য ও স্থায়িত্ব নষ্ট হয়ে যায়।
সমাধান: ব্যাগ সবসময় শুকনো জায়গায় রাখতে হবে। আর ব্যাগের ভেতরে কাগজ ভরে রাখতে হবে যাতে আকৃতি ঠিক থাকে।
৩. বৃষ্টিতে চামড়ার ব্যাগ ব্যবহার করাঃ
বর্ষাকালে চামড়ার ব্যাগ ব্যবহার করলে তা ভিজে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে।
সমাধান: বর্ষার সময় কৃত্রিম উপাদানের ব্যাগ ব্যবহার করতে হবে, যা পানিতে নষ্ট হয় না।
৪. রোদে চামড়ার ব্যাগ ফেলে রাখাঃ
অনেকেই ব্যাগ ব্যবহারের পর সূর্যের নিচে বা রোদে ফেলে রাখেন। এতে চামড়ার ব্যাগ শক্ত হয়ে ফেটে যেতে পারে।
সমাধান: চামড়ার ব্যাগ কখনো সরাসরি রোদে না রেখে ছায়ায় শুকিয়ে নিতে হবে এবং নিয়মিত চামড়ার জন্য তৈরি ময়েশ্চারাইজার বা কন্ডিশনার ব্যবহার করতে হবে।
৫. ব্যাগ দীর্ঘদিন ব্যবহার না করে ফেলে রাখাঃ
অনেকেই পার্টি ব্যাগ বা ট্রাভেল ব্যাগ একবার ব্যবহার করে দীর্ঘদিন ধরে রেখে দেন, যা ব্যাগের আকৃতি নষ্ট করে দেয় এবং চামড়ার ব্যাগে ফাঙ্গাস ধরে যেতে পারে।
সমাধান: দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকা ব্যাগগুলোর মধ্যে পুরোনো কাগজ ঢুকিয়ে রাখতে হবে যাতে ব্যাগের আকৃতি ঠিক থাকে এবং মাঝে মাঝে বাতাসে বের করে শুকাতে হবে।
এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলে ব্যাগের আয়ু অনেক দীর্ঘ হবে।
স্মার্ট শপিং, স্টাইলিশ চয়েস!